প্রকাশিত: Sat, Feb 18, 2023 4:15 PM
আপডেট: Tue, Apr 29, 2025 11:28 PM

ছাত্রলীগে পদ পাওয়ার পরে বেপরোয়া হয়ে উঠে সানজিদা

ফয়সাল চৌধুরী: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক নবীন ছাত্রীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরা এবং তার অনুসারী তাবাসসুম ইসলাম ক্যাম্পাস ছাড়ার পর সাধারণ শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন।

চার ছাত্রী এ প্রতিবেদককে জানিয়েছেন, সানজিদা তাদের মানসিকভাবে নির্যাতন করেছেন। এমনকি কারো কারো অভিভাবককে ফোন করে কুৎসা রটিয়েছেন। ছাত্রীদের দাবি, ছাত্রলীগের পদ পাওয়ার পর সানজিদা আরও বেপরোয়া হয়ে ওঠেন। হলে থাকতে হলে তার মানসিক নির্যাতন সহ্য করা ছাড়া উপায় থাকে না।

হলের আবাসিক এক  ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত ডিসেম্বরের মাঝামাঝিতে ব্যক্তিগত একটি বিষয় নিয়ে সানজিদা হলের অতিথিকক্ষে তার বন্ধুদের ডেকে অপমান করেছিলেন। পাশাপাশি তার বাড়িতে মায়ের কাছে ফোন করে কুৎসা রটিয়েছিলেন। তিনি বলেন, সানজিদার নোংরা কথায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। 

ছাত্রীরা জানান, হলের যে কক্ষে সানজিদা থাকেন, সেখানকার বারান্দায় যাওয়াও নিষেধ। তার সামনে কেউ গেলে মাথা নিচু করে থাকতে হয়। নইলে অপদস্থ হতে হয়। 

বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি পড়াশোনা শেষ করা এক শিক্ষার্থী মুঠোফোনে বলেন, মাস তিনেক আগে একটি বিষয়ে সানজিদার সঙ্গে তার তর্ক হয়েছিল। তখন সানজিদা তাকে বলেন, তার কাছে ওই ছাত্রীর ব্যক্তিগত অডিও-ভিডিও রয়েছে। সেগুলো ছড়িয়ে দেওয়া হবে।  

বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, সহসভাপতি হওয়ার পর সানজিদা তার ১৫ থেকে ২০ জন অনুসারী নিয়ে হলের নিয়ন্ত্রণ নেন। এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ ওঠার পর সোমবার দিবাগত গভীর রাতে তিনি জোর করে সাধারণ শিক্ষার্থীদের হল থেকে বাইরে বের করেন। তাদের দিয়ে নিজের পক্ষে কর্মসূচি পালন করান। সম্পাদনা: সালেহ্ বিপ্লব